ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ১৬ বছর পূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৬ বছর পূর্তি আজ। ২০০২ সালের আজকের এ দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসেবে সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে কলারোয়ায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। এতে তিনি অক্ষত ছিলেন। কিন্তু তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহত হন তার সফরসঙ্গীরা।

এ ঘটনার পর কলারোয়া থানায় মামলা রেকর্ড হয়নি। পরে আদালতে মামলা করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন। এর কিছুদিন পর সে মামলা খারিজ হয়ে যায়। পরে ২০১৪ সালের সেপ্টেম্বরে মামলাটি পুনরুজ্জীবিত হয়। আর সর্বশেষ এ মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি