ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আজ শোকাবহ ১৫ই আগস্ট, বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৩:০৯, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৩৮, ১৫ আগস্ট ২০১৬

শোকাবহ ১৫ই আগস্ট আজ। জাতীয় শোক দিবসে  বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করছে জাতি। সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের এই দিনে আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে কিছু বিপথগামী সেনাসদস্য। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। শোকাবহ ১৫ই আগস্টে বাংলাদেশের স্থপতি জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণী পেশার মানুষ ভীড় জমান তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামীলীগের  নেতারা। স্বশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকের প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ছোটো বোন শেখ রেহানাকে নিয়ে অংশ নেন বিশেষ মোনাজাতে। পরে আওয়ামী লীগ নেতারা বলেন,বঙ্গবন্ধু সার্বজনীন। আর জাতির জননকে স্বপরিবারে হত্যার বিচার হলেও এখনও খুনিদের কয়েকজন পলাতক রয়েছে। তাদেরকে খুঁজে বের করে বিচারের রায় কার্যকর করার কথা জানিয়েছেন তারা। শোক দিবসে টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল ও দুস্থদের জন্য খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সবার প্রত্যাশা, শোক সওয়া শক্তিতে  বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাবে বাংলাদেশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি