ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৮ জুন ২০১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বৃষ্টি আইনে ১২৪ রানে হারিয়ে পূণ দুই পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে ভারত। আর ওয়ানডে সেরা দল দক্ষিণ আফ্রিকার কাছে ৯৬ রানে হেরে শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকলে হলে ভারতের বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে হয়ে লঙ্কানদের। আর এই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের পথে নিজেদের এগিয়ে রাখতে চায় বিরাট কোহলিরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি