ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আজ সংবিধান দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৪ নভেম্বর ২০১৮

সংবিধান দিবস আজ। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর প্রণীত হয় বাংলাদেশের সংবিধান। আর একই বছর ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। গত ৪৬ বছরে নানা প্রেক্ষাপটে সংবিধান সংশোধনও হয়েছে ১৬ বার।

সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আজ বিকেল ৪টায় ‘বাংলার পাঠশালা’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট আইনজীবী ড. শাহ্‌দীন মালিক। সভার প্রধান অতিথি সংবিধানের অন্যতম প্রণেতা ড.কামাল হোসেন। বক্তব্য রাখবেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল, অধ্যাপক আসিফ নজরুলসহ বিশিষ্টজন।

এ উপলক্ষে আগামী ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি