ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ সরস্বতী পূজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আজ সোমবার সনাতন ধর্মাম্বালীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ পূজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। 

পূজার পাশাপাশি  পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

হিন্দুদের ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসবেন এবং বিদ্যার আলো ছড়াবেন বলে বিশ্বাস ভক্তদের।

সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ভক্তদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে।

সনাতন ধর্মীয় রীতিতে আজ প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দধি, ঘৃত কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। সকালের দিকে হবে বাণী অর্চনা। পুরোহিতরা `সরস্বতী মহাভাগে বিদ্যা কমল-লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যংদেহী নমোহস্তুতে` মন্ত্রে দেবী আরাধনা করবেন।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি