ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আজ সাংবাদিক শুভ রহমানের মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৩ মে ২০২০

জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শুভ রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৩ মে তিনি ইন্তেকাল করেন। অর্ধশতকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন তিনি।

শুভ রহমানের জন্ম ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চিনসুরা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে ১৯৬৩ সালে তিনি দৈনিক খবরের কাগজের মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। পরবর্তী সময়ে ‘দৈনিক গণবাংলা’, ‘দৈনিক ইত্তেফাক’, ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক জনকণ্ঠ’ ও ‘কালের কণ্ঠে’ কাজ করেছেন। 

তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। সাংবাদিক ইউনিয়নেরও নেতৃত্বও দিয়েছেন। 

শুভ রহমান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা সদস্য, জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারপারসন, খেলাঘরের অন্যতম উদ্যোক্তা ছিলেন। 

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি