আজ সাঈদীর রিভিউ শুনানির দ্বিতীয় দিন
প্রকাশিত : ১২:১৪, ১৫ মে ২০১৭ | আপডেট: ১২:৫৯, ১৫ মে ২০১৭

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ শুনানি দ্বিতীয় দিনের মতো আজ অনুষ্ঠিত হবে।
আজ শুনানি করবে রাষ্ট্রপক্ষ। প্রথমদিনের শুনানিতে আসামীপক্ষ দাবি করেছে, সাক্ষ্য প্রমান সঠিকভাবে যাচাই-বাছাই ছাড়া রায় দেয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। ওই বছরের ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয় ৬১৪ পৃষ্ঠার পূর্নাঙ্গ রায়।
আরও পড়ুন