আজ সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রকাশিত : ১২:৪৭, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ৫ মে ২০১৭
সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে আজ। এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধানরা যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরোর তৈরি জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটটি সন্ধ্যা ৬টার দিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পুরো ব্যয় বহন করছে ভারত। ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। উৎক্ষেপণ পর্ব শেষে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
আরও পড়ুন