ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ হারলে আর্জেন্টিনার বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগের ম্যাচে পেনাল্টি লক্ষ্যভেদ করতে ব্যর্থ লিওনেল মেসি! যে কারণে বাড়তি চাপ নিয়ে আজ বাংলাদেশ সময় রাত ১২ মাঠে মানছে আর্জেন্টিনার। আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট হারিয়ে আত্মবিশ্বাসের গ্রাফ নেমে যাওয়ার সঙ্গে বিশ্বকাপে পথচলাও কঠিন হয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রাশিয়ার বিশ্বকাপ আসল বাঁচিয়ে রাখতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে হবে আর্জেন্টিনার। আর সে জন্য স্বরূপে ফিরতে হবে মেসিকে।

রাশিয়ার আসরের নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এবং ‍চাপ থেকে মুক্তির মিশনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া। যাদের লক্ষ্য লাতিন আমেরিকার দেশটিকে হারিয়ে ১৯৯৮ সালের পর আবারও নকআউট পর্ব নিশ্চিত করা। নোভগোরদে তাই মঞ্চায়িত হতে যাচ্ছে উত্তেজনাকর এক দ্বৈরথ। ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি