আজও অনুপ্রাণিত করে চলেছেন কবি শামসুর রাহমান
প্রকাশিত : ১১:১৩, ২৭ অক্টোবর ২০১৮
এ দেশে সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক রুচি তৈরি করেছেন কবি শামসুর রাহমান। তার কাব্যসম্ভার দিয়ে আজও এ দেশের মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। স্বাধীনতার আগে ও পরে সব আন্দোলনে তিনি কলম হাতে যেমন সক্রিয় ছিলেন, তেমনি রাজপথেও ছিলেন অগ্রগামী। কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যৌথভাবে এক আলোচনা অনুষ্ঠানে বিশিষ্টজনরা এভাবেই মূল্যায়ন করেছেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবিকে।
অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতিপরিষদ। স্মৃতিপরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কবিতা পরিষদের সাবেক সভাপতি হাবীবুল্লাহ সিরাজী এবং কবি কাজী রোজি এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুর রাহমানের পুত্রবধূ টিয়া রাহমান।
একে//