ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আজও পশু কোরবানি করছেন মুসল্লিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৭

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি করছেন অনেক ধর্মপ্রাণ মুসলমান। বিভিন্ন কারণে গতকাল শনিবার যারা কোরবানি করতে পারেননি, তারাই আজ কোরবানি করছেন।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ইতিপূর্বে কেনা পশুগুলোকে গোসল দিয়ে পরিচ্ছন্ন করে কোরবানির জন্য প্রস্তুত করা হয়। এরপর পশুলোকে কোরবানি দেয়া হয়।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকেন। ধর্মীয় রীতিতে আগামীকাল সোমবারও পশু কোরবানি দেয়া যাবে।

এর আগে শনিবার সকালে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে কোরবানি দেন মুসল্লিরা।

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন। সে অনুযায়ী কাজ করছে ১৭ হাজার পরিছন্নতা কর্মী।

ঘোষণা অনুয়ায়ী বর্জ্য অপসারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকার পল্টন, সেগুনবাগিচা, শান্তিনগর, মৌচাক, মগবাজার, ইস্কাটন এলাকার বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, রোববার এসব এলাকায় কোনো স্থানে কোরবানির বর্জ্য চোখে পড়েনি। তবে আজও এসব এলাকার কিছু কিছু স্থানে কোরবানির পশু জবাই করতে দেখা গেছে অনেককে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি