আজমির শরীফে কুমার বিশ্বজিৎ
প্রকাশিত : ২২:১৮, ৩১ ডিসেম্বর ২০১৮
(ফাইল ফটো)
কুমার বিশ্বজিৎ। বরেণ্য কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। তাকে নতুন করে পাঠকের কাছে পরিচিত করার কিছুই নেই। নতুন গান ও ভিডিও নিয়ে সারা বছর ব্যস্ত ছিলেন। এখন পরিবার-পরিজন নিয়ে ভারতের রাজস্থানের আজমির শরিফে আছেন।
তিনি এই আজমির শরীফ নিয়ে বলেন, এ স্থানটি আমার খুব প্রিয়। এর পর জয়পুরে কিছু সময় কাটিয়েছি। দিল্লিতেই নতুন বছর উদযাপন করবো। দেশের বাইরে পরিবার-পরিজন নিয়ে নতুন বছর উদযাপনের আনন্দই অন্য রকম।
২০১৮ নিয়ে তিনি বলেন, চলতি বছরে `বলতে পারিনি`, `ভালো থাকিস`সহ বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে ভালো সাড়া পেয়েছি। একক গানের পাশাপাশি চলচ্চিত্রের জন্য নতুন গান করেছি। ছেলে কুমার নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার অভিজ্ঞতাও ছিল আনন্দের। নিজের গানের ভিডিও হলেও নিবিড়কে ওর চিন্তাধারা অনুযায়ী কাজ করতে দিয়েছি। আমি চাই, কাজের মধ্য দিয়ে ও নিজস্ব ভাবনার জগৎটা তুলে ধরুক। হয়তো সে পেরেছে। আনন্দের পাশাপাশি কিছু বিষাদও ছিল। খুব কাছের মানুষ আইয়ুব বাচ্চুকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি। তার মৃত্যুতে সঙ্গীতে তৈরি হয়েছে বড় শূন্যতা। এ রকম আরও কিছু অভিজ্ঞতায় ভালো-মন্দ মিলিয়ে বছরটি কেটেছে।
এসএইচ/