ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজীবন জনগণের পাশে থাকার আশ্বাস আদম তমিজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:০২, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের হিসাব যাই হউক না কেনো সারাজীবন জনগণের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানিয়েছেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক।  

শনিবার বিকালে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) উপনির্বাচন উপলক্ষে মহাখালী সাত তলা বস্তি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় আওয়ামী লীগের তরুণ নেতা আদম তমিজি হক এসব কথা বলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি মিথ্যা আশ্বাস দিতে পারবনা, আমি এতটুকু বলতে পারি আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি অবহেলিত এই এলাকাকে দুই বছরের মধ্যে উন্নত এলাকায় রূপান্তর করবো ইনশাআল্লাহ।  

তিনি আরও বলেন, আর জয়যুক্ত না হলে আমার কোম্পানির পক্ষ থেকে যা করার আছে আমি সবসময় আপনাদের জন্য করবো। আজীবন আপনাদের পাশে থাকব।  

এ সময় উপস্থিত জনতা এক স্বরে আদম তমিজি হকের সঙ্গে সবসময় থাকবেন বলে অঙ্গীকার করেন।

 

এএ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি