আজীবন সম্মাননা পেলেন সংগীতা দেওয়ানজী
প্রকাশিত : ২২:৫১, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৫, ১২ ডিসেম্বর ২০১৭
শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পেলেন কবি সংগীতা দেওয়ানজী। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (এফডিআর) কার্যালয়ে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
লেখক ও গবেষক মোনায়েম সরকার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, লালন কন্যা ফরিদা পারভীন ও প্রকাশক শওকত হোসেন লিটু প্রমুখ ।
উল্লেখ্য, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর) এর পক্ষ থেকে প্রতি বছর শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন শাখায় সম্মাননা দেওয়া হচ্ছে।
/ডিডি/
আরও পড়ুন