ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজীবন সম্মাননায় ভূষিত খুরশিদ আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে আজীবন সম্মাননায় ভূষিত হলেন সঙ্গীতশিল্পী খুরশিদ আলম। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭’ এর ১২তম আসরে তাঁকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে ১৮টি ক্যাটাগরিতে নবীন প্রবীণ সঙ্গীতশিল্পীদের সম্মাননা জানানো হয়েছে। এসময় বিশেষ সম্মাননা দেয়া হয় শিল্পী শাম্মি আখতারকে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সানী জুবায়েরের ধ্রুপদী সঙ্গীতের সুরমুর্ছনায় বাংলাদেশের ৬ ঋতুর আবহের মধ্য দিয়ে পর্দা ওঠে ১২তম আসরের।

এবার ১৩টি ক্রিটিক অ্যাওয়ার্ডের মধ্যে রবীন্দ্রসঙ্গীতে অনিমা রায়, উচ্চাঙ্গ সঙ্গীতে প্রিয়াঙ্কা গোপ, লোক সঙ্গীতে শফি মণ্ডল, নজরুল সঙ্গীতে নাশিদ কামাল, আধুনিক গানে ফাহমিদা নবী, ছায়াছবির গানে জেম্স, সেরা ব্যান্ড পার্থিব, সাউন্ড ইঞ্জনিযারিং এ পাভেল আরীন, সেরা গীতিকার আসিফ ইকবাল, কাভার ডিজাইনে নাহিদ, মিউজিক ভিডিওতে তানিম রহমান অংশু, সেরা নবাগত শিল্পী মেহেদী হাসান, সঙ্গীত পরিচালনায় শফিক তুহিন গুণীজনদের কাছ থেকে পদক নেন।

 

এসএ/টিকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি