ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

আটক ৪ বাংলা‌দে‌শি জে‌লে‌কে বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর

প্রকাশিত : ১৫:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৮ মার্চ ২০১৭

ভারতীয় জলসীমায় অনুপ্র‌বে‌শের দা‌য়ে দু‌টি ট্রলারসহ আটক ৪ বাংলা‌দে‌শি জে‌লে‌কে পতাকা বৈঠকের মাধ্যমে বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী-বিএসএফ। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কৈখালীর সীমান্ত নদী কালিন্দীতে তা‌দের হস্তান্তর করা হয়। বাংলা‌দে‌শের প‌ক্ষে বি‌জি‌বির নীলডুমুর ১৭ ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল এনামুল আ‌রিফ সুমন তা‌দের গ্রহণ ক‌রেন। সেসময় অন্যান্যের মধ্যে ভারতের প‌ক্ষে শম‌সেরনগর বিএসএফ ক্যা‌ম্পের এ‌সি গিরিশ চন্দ্র সেন উপস্থিত ছিলেন।  আসা জেলেরা হ‌লেন- পি‌রোজপুরের লাল ‌মিয়া, বা‌গেরহা‌টের লিয়াকত আলী, কক্সবাজা‌রের জামাল উ‌দ্দিন ও আয়াত উল্লাহ। প্রায় দেড় মাস আগে দুটি ট্রলার বিকল হয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি