ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আটকে আছে পরীমনির স্বপ্নজাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৭ জানুয়ারি ২০১৮

মনপুরা’ নির্মাণের পর দীর্ঘ বিরতি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। নতুন এ সিনেমাটির মাধ্য দিয়ে ভিন্ন এক পরীমণিকে দেখতে পাবে দর্শক। পরীমণিও সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। যদিও ফেব্রুয়ারি যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি মুক্তির কথা ছিলো কিন্তু এখনও প্রিভিউ কমিটির হাত আটকা রয়েছে এটি। তাই এখনও সেন্সর বোর্ডে জমা দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি। ফলে আরও খানিকটা অপেক্ষা করতে হচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে।

বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেমাটি প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়েছে। এখনও সেখান থেকে ছাড়পত্র পাওয়া যায়নি। পরে সেন্সরবোর্ডে জমা দেব। মনে হচ্ছে সময় লাগবে।’

নবগঠিত প্রিভিউ কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সিনেমাটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। শিগগিরই কমিটির সভাপতি (বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন) সিনেমাটি দেখবেন। তারপর বাকিটা বলা যাবে।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

উল্লেখ্য, নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর গল্প। গত বছরের ফেব্রুয়ারিতে নদীবেষ্টিত চাঁদপুরে শ্যুটিং শুরু হয়। চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি