ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আটকে গেল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৮ অক্টোবর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে আট দেশের নাগরিকদেরকে  যে ভ্রমণ-নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা আদালত স্থগিত করেছে।

গত মাসে ঘোষণা দেয়া এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া এবং চাদের নাগরিকেরা।এছাড়াও, দক্ষিণ কোরিয়া এবং ভেনেজুয়ালাও এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ।

কিন্তু আদালতের নির্দেশে ট্রাম্পের ওই ঘোষণা আপাতত বাতিল হয়ে গেছে, যেটি এই সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল।

কিন্তু তার আগেই ডেরিক ওয়াটসন নামের এক বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে  ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন।এই আদেশ জারি করার সময় এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এই আদেশে বিচারক ওয়াটসন আরো বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।

নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী একধরণের আলোচনা- পর্যালোচনার উপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ সর্বশেষ এই ভ্রমণ-নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল। সূত্র:বিবিসি

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি