ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আতশবাজির আলোক উৎসবে মাতে পুরো বিশ্ব

দুলি মল্লিক

প্রকাশিত : ১৩:৫৭, ১ জানুয়ারি ২০২৪

বর্ণিল উৎসবে ২০২৪ সালকে স্বাগত জানালো বিশ্ববাসী। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আতশবাজির আলোক উৎসবে মাতে পুরো বিশ্ব। বর্ষবরণের বার্তায় ছিল- যুদ্ধ-সংঘাত বন্ধের আহ্বান। এ দিন সবাইকে অবাক করে ৫২ বছরের সিংহাসন ছাড়ার ঘোষণা দেন ডেনমার্কের রানী মার্গারেট। আর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং- তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরায় একত্রিত করার অঙ্গীকার করেন। 

অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঐতিহাসিক ঘড়িতে ১২টা বাজতেই আতশবাজির ঝলকানিতে রঙ্গিন হয়ে ওঠে আকাশ। উৎসব আনন্দে ২০২৪ সালকে স্বাগত জানায় হাজার হাজার মানুষ। 

বিশ্বে প্রথম নতুন বছরের শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। 

প্রতিবছরের মতো এবারও অন্যতম জমকালো আতশবাজি উৎসব ছিল অস্ট্রেলিয়ার সিডনীতে। অপেরা হাউজ ও হারবার ব্রিজ এলাকায় টানা আট মিনিটে ফোটানো হয় প্রায় ৮ টন আতশবাজি। উৎসবে মাতে ১২ লাখ দর্শনার্থী।

এরপর এশিয়ার দেশগুলোতে শুরু হয় বর্ষবরণ উৎসব। হংকংয়ে এবারও ছিল ভিন্নধর্মী আয়োজন- লেজার শো। জাপান ও দক্ষিণ কোরিয়ায় ঐতিহ্য অনুযায়ী- বাজানো হয় ঘণ্টা। 

চীনে এবার আতশবাজি পোড়ানো নিষিদ্ধ থাকায় নাচে-গানে চলে উৎসব। নতুন বছরের বার্তায় প্রেসিডেন্ট শি জিন পিং- তাইওয়ানকে আগামীতে আবারও চীনের সঙ্গে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তবে সবাইকে অবাক করেন ডেনমার্কের রানী মার্গরেটা। দীর্ঘ ৫২ বছর রাজত্বের পর আগামী ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ার ঘোষণা দেন তিনি। জানান, বড় ছেলে যুবরাজ ফ্রেডেরিকের হাতে ছেড়ে দিচ্ছেন সিংহাসন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে- এবার স্বাগত জানানো হয় অলিম্পিককে। যুক্তরাজ্যে লন্ডনে ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজি উৎসব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি