ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আত্মঘাতী গোলে জয় খরা কাটলো বার্সার

প্রকাশিত : ০৯:৩৫, ১১ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:০২, ১১ এপ্রিল ২০১৯

গোটা ম্যাচ জুড়ে ভালভেরদের ছেলেদের থেকেও দাপট বেশি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের৷ তবু ভাগ্যের সহায়তায় ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হাসি হাসল বার্সাই৷ লিউক শ’র আত্মগাতী গোলে ইউনাইটেডের মাঠে অবশেষে জয় খরা কাটলো বার্সেলোনার।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে কাতালান ক্লাবটি। এই মাঠে রেড ডেভিলদের সঙ্গে আগের চারবারের দেখায় দুবার হেরেছিল বার্সা, অন্য দুটি ড্র।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে রাখতে পারেনি ম্যানইউ। কারণ ম্যাচের ১২তম মিনিটে একসঙ্গে জ্বলে উঠলেন দলের দুই প্রধান তারকা মেসি ও সুয়ারেজ।

স্বাগতকিদের গোলমুখে মেসির বাড়ানো বলে পা ছুইয়ে জালে জড়ানোর চেষ্টা করেন সুয়ারেজ৷ বল লিউকের পায়ে লেগে ঢুকে যায় রেড ডেভিলসদের তেকাঠিতে৷ সুয়ারেজের বিরুদ্ধে অফসাইডের জোরালো আবেদন ওঠে৷ তবে ভিডিও রেফারেলে অফসাইডের তত্ত্ব বাতিল হলে গোল বৈধ বলে ঘোষিত হয়৷ ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অতিথিরা।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উলে গুনার সুলশারের দল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় নিশ্চিত কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা।

রাশফোর্ড দুই অর্ধে দু’টি এবং সুয়ারেজ দ্বিতীয়ার্ধে একটি গোলের সম্ভাবনা তৈরি করলেও ফিনিশিং টাচ দিতে পারেননি৷

কোয়ার্টারের ভাগ্য এখনও নিস্পত্তি হয়নি৷ সন্দেহ নেই যে, ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে মরিয়া প্রয়াস চালাবে উলে গুনার সুলশারের দল৷ তবে এটা ঠিক যে, চার বছর প্রথমবার শেষ আটের বাধা টপকে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা৷

ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের সুবাদে মেসিরা ঘরের মাঠে ফিরতি লেগে এগিয়ে থাকবে সন্দেহ নেই, তবে ম্যানইউকে সেমিফাইনালে উঠতে হলে পিএসজি ম্যাচের মতো আরও একবার অতিমানবিক ফুটবল উপহার দিতে হবে৷

আগামী মঙ্গলবার বার্সার মাঠে হবে ফিরতি পর্ব। সেখানে ড্র করলেই শেষ চারের টিকেট পাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি