ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আত্মঘাতী গোলে সেভিয়াকে হারাল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান দলটি।

ঘরের মাঠে খেলা হলেও শুরুর দিকে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। আক্রমণে যাওয়ার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় জাভির শিষ্যদের। 

শেষ পর্যন্ত গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে রক্ষা পায় কাতালানরা। 

বিরতির পর খেলার ধার কিছুটা বাড়ে লেভানদভস্কি-গুন্দুয়ানদের। ৭১ মিনিটে সেভিয়া ডিফেন্ডারের ভুলে গোল পায় বার্সেলোনা। ডি-বক্সের মধ্যে জটলা থেকে সার্জিও রামোসের পায়ে লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় বার্সা।

বাকি সময়ে এই লিড ধরে রেখেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি