আত্মজীবনী’র দ্বিতীয় খণ্ড লিখবেন কবরী
প্রকাশিত : ১১:১৩, ৩১ মে ২০১৮ | আপডেট: ১১:১৫, ৩১ মে ২০১৮
আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’ এর দ্বিতীয় খণ্ডের কাজ শুরু করতে যাচ্ছেন এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা কবরী। গত বছর একুশের বইমেলায় এই অভিনেত্রীর ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশিত হয়।
কবরী বলেন, সময় পেলে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’র দ্বিতীয় খণ্ডের কাজ শুরু করতে চাই।
নিজ জীবনের স্মৃতিচারণ করে কবরী বলেন, চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল পরিচালক ও নায়ক প্রয়াত সুভাষ দত্তের একটি চড়ের মাধ্যমে। ‘সুতরাং’ চলচ্চিত্রের প্রথম দিনের শুটিংয়ে গুলশান পার্কে একটি দৃশ্য ধারণের জন্য গাছে চড়তে হয়েছিল। সেখান থেকে মাটিতে পড়ার পরই ঘটে বিপত্তি। যন্ত্রণায় কাতর হয়ে ঠিকভাবে শট দিতে পারছিলেন না তিনি। আর তখনই নায়ক-পরিচালক সুভাষ দত্ত চড় মেরে শাসন করেন কবরীকে।
কবরী আরও বলেন, ‘ঠিক সেদিনই চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের মেয়ে মীনা পালের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। দত্ত দা (সুভাষ দত্ত) মীনা পালের নাম বদলে রেখেছিলেন কবরী।’
তিনি জানান, রাজ্জাক-শাবানা অভিনীত ‘অবুঝ মন’ সিনেমার ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটিতে তাকেই দর্শক দেখতে পেত। কারণ এ সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে যে কোনো কারণেই হোক সিনেমাটিতে তার আর অভিনয় করা হয়নি।
এসএ/