আত্মসমর্থনে রাজি হয়েছে জঙ্গি আব্দুল্লাহ : র্যাব
প্রকাশিত : ১৯:২২, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:১২, ২ অক্টোবর ২০১৭
রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানায় থাকা জঙ্গি আব্দুল্লাহ আত্মসমর্থন করতে রাজি হয়েছে বলে জানিয়েছে র্যাপিড একশান ব্যাটালিয়ান (র্যাব)। জঙ্গি আস্তানাটি দীর্ঘ ১৮ ঘণ্টা ঘিরে রাখার পর আব্দুল্লাহ আত্মসমর্থনে রাজি হল। জঙ্গি আস্তানার কাছেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি সাংবাদিকদের জানান।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গি আব্দুল্লাহ সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আত্মসমর্পণ করবে। তবে এর মধ্যে সে যদি কোনো নাশকতার চেষ্টা চালায় তবে তার জন্যও র্যাব প্রস্তুত বলে জানান মুফতি মাহমুদ খান।
এর আগে আব্দুল্লাহকে আত্মসমর্পনে রাজি করাতে তার স্বজনদের সাহায্য নেয়া হয়। এরই এক পর্যায়ে আব্দুল্লাহর বোন আত্মসমর্পণ করেন। জঙ্গি আস্তানার মধ্যে ৭জন সদস্য আছে বলে ধারণা করা হচ্ছে।
এসএইচ/ডব্লিউএন
আরও পড়ুন