ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আত্মসমর্পণ করতে যাচ্ছেন ওয়েইনস্টেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৫ মে ২০১৮

নিউইয়র্ক পুলিশের কাছে আত্মসমপর্ণ করতে যাচ্ছেন হলিউড মোগল হার্ভে ওয়েইনস্টেইন। আজ শুক্রবার তিনি আত্মসমর্পণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।

গত আট মাস ধরে তার বিরুদ্ধে চলা একের পর এক যৌন হয়রানির অভিযোগ, ওয়েনস্টেইনের ক্যারিয়ারকে একেবারে ধ্বংস করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, দেশটির ম্যানহাটনের প্রধান বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবে বলে জানা গেছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আজ শুক্রবারই তিনি আত্মসমর্পণ করতে পারেন। ম্যানহাটনের আদালতে যাওয়ার আগেই তিনি পুলিশের কাছে ধরা দেবেন বলে জানা গেছে। তবে তিনি তার নিজের অপরাধ অস্বীকার করতে পারেন।

ম্যানহাটনের সরকারি আইনজীবী ও নিউইয়র্ক পুলিশ তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি