ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৪ জুন ২০২৩

ফ্লোরিডার ফেডারেল আদালতে হাজির হয়ে রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার আদালতে শুনানির সময় এ দাবি করেন তিনি।

আদালতে আত্মসমর্পণের পর তাকে কাঠগড়ায় তোলা হলে বিচারক জনাথন গুডম্যান তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। 

শুনানি চলে প্রায় ৪৫ মিনিট। এসময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। 

শুনানির আগে আদালতের কর্মকর্তারা জানান, ট্রাম্পের কোনো ছবি তোলা না হলেও ফিঙ্গার প্রিন্ট এবং ডিএনএ’র নমুনা নেয়া হবে। 

শুনানির পর আদালতে উপস্থিত রিপাবলিকান সমর্থকদের অভিনন্দন জানিয়ে বের হয়ে ব্যক্তিগত বিমানে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন ট্রাম্প।

গত বছর ট্রাম্পের নিজ বাড়ি মার-এ-লাগোতে অভিযান চালিয়ে হাজার হাজার গোপন নথি উদ্ধার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শ্রেণিবদ্ধ নথির অপব্যবহার, ন্যায়বিচারে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার কাছে মিথ্যা বিবৃতি দেওয়াসহ অন্তত ৩৭টি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ট্রাম্প। 

তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে কোনো কোনোটির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি আটকে রাখা-সংক্রান্ত চারটি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে প্রতিটির জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি