আনিসুল হককে শ্রদ্ধা জানাবে শিল্পীর পাশে ফাউন্ডেশন
প্রকাশিত : ২৩:৫১, ১৪ জানুয়ারি ২০১৮
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও বহুমুখি প্রতিভার অধিকারী আনিসুল হককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাবে শিল্পীর পাশে ফাউন্ডেশন।
আগামী ১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলা একাডেমির মূল মিলনায়তনে এ স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় বহুমুখি প্রতিভার অধিকারী, সফল ব্যক্তিত্ব, একজন সফল ব্যবসায়ী, যোগ্য নেতা, সংস্কৃতিমনা, উদার ও ক্ষণজন্মা এ মানুষটির অবদান নিয়ে আলোচনা হবে। আনিসুল হকের কীর্তিময় জীবনের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্রও সেখানে প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পীর পাশে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কোষাধ্যক্ষ সৈয়দ আবদুল হাদি, সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ফেরদৌসী রহমান, মুস্তাফা মনোয়ার, আসাদুজ্জামান নূর এমপি, আবুল খায়ের লিটু, ফরিদুর রেজা সাগর, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আলি যাকের, ফয়সাল সিদ্দিকী বগি, আব্দুল মাতলুব আহমেদ, অঞ্জন চৌধুরী পিন্টু, মো. সিদ্দিকুর রহমান, মহাসচিব ব্যারিস্টার ওমর সাদাত।
এসি/টিকে
আরও পড়ুন