আনিসুল হকের কুলখানি আজ
প্রকাশিত : ১০:৫৪, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি আজ বুধবার বিকালে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। গত শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজার আগে এ কথা জানিয়েছিলেন তার ছেলে নাভিদুল হক।
৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মারা যান। শনিবার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
একে/এমআর