আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা বিএনপির
প্রকাশিত : ১৭:৪৮, ২ ডিসেম্বর ২০১৭
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আনিসুল হক মেয়র হলেও তাকে ভিন্ন চোখে দেখার কথা বললেন বিএনপি নেতারা। আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার দুপুরে তার বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি দল।
এসময় আমীর খসরু বলেন, নির্দলীয় অবস্থান থেকে উন্নয়ন করা যায়, সততা, যোগ্যতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকার মাধ্যমে স্থানীয় সরকার চালানো যায়, সেটা দেখিয়েছেন আনিসুল হক। তিনি বলেন, সততা, শুধু ব্যবসায়িক জীবনে নয়, সব কাজ পরিচালনায় নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছেন মেয়র আনিসুল হক।
উল্লেখ্য, একটি নিরাপদ, আধুনিক ও নারীবান্ধব মহানগর গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন আনিসুল হক। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তাবিথ আউয়াল। সিটি মেয়রের দায়িত্ব নিয়েই রাজধানী ঢাকায় ব্যাপক পরিবর্তনের সূচনা করেন তিনি। রাজধানীতে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে নগরবাসীর হৃদয়ে ঠাঁই নিয়েছিলেন আনিসুল হক।
আর