ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আনিসুল হকের মৃত্যুর খবর জানেন না তাঁর বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৭, ২ ডিসেম্বর ২০১৭

বাবার সঙ্গে আনিসুল হকের এই ছবি এখন শুধুই স্মৃতি। ফাইল ছবি

বাবার সঙ্গে আনিসুল হকের এই ছবি এখন শুধুই স্মৃতি। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বাবা নব্বই ঊর্ধ্ব শরীফুল হক। এখনও তিনি জানেন না ছেলের মৃত্যুর খবর। বর্তমানে তিনি সেনানিবাসে ছেলে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাসায় আছেন। এর আগে তিনি ঢাকায় আনিসুল হকের বাসায় থাকতেন।

বিষয়টি জানিয়েছেন, আনিসুল হকের ব্যক্তিগত সচিব একেএম মিজানুর রহমান।

তিনি জানান, ‘স্যারের বাবাও অসুস্থ। এছাড়া এই বয়সে এতো বড় শোক সইতে পারবেন কি না, সে কারণে পরিবারের পক্ষ থেকে তাকে মেয়র স্যারের মৃত্যুর খবরটি জানানো হয়নি।’

মিজানুর রহমান আরও জানান, ‘আনিসুল হক লন্ডনে যাওয়ার সপ্তাহ খানেক পর শরীফুল হককে বনানীর ওই বাসা থেকে আরেক ছেলে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সেনানিবাসের বাসায় নেওয়া হয়।’

তিনি বলেন, ‘মেয়র স্যারের পরিবার লন্ডনে চলে যাওয়ার পর এ বাসায় লোকজন তেমন কেউই ছিল না। এ কারণে স্যারের বাবাকে দেখাশুনা করার লোক ছিল না। তাই ওখানে নেওয়া হয়েছিল।’

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা শরীফুল হকের অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। ইকবাল চিকিৎসক এবং হেলাল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন।

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি