আনিসুলের স্বপ্ন পূরণে কাজ করবে আওয়ামী লীগ
প্রকাশিত : ১৪:৪৩, ২ ডিসেম্বর ২০১৭
উন্নত ঢাকা প্রতিষ্ঠায় আনিসুল হকের স্বপ্ন পূরণে আওয়ামী লীগ কাজ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাসায় গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আনিসুল হক অসাধারণ একজন মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমরা শোকাহত। তিনি যে মানুষের কাছে জনপ্রিয় ছিলেন, তার প্রমাণ আজ মানুষ দিয়েছে। মানুষের কান্নার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, আনিসুল আমাদের পরিবারের একজন। তার বিদায়ে আমাদের ও দেশের অনেক ক্ষতি হয়েছে।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের লাশবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর ১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় সেখানে উপস্থিত আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক লাশ গ্রহণ করেন।
এরপর তার মরদেহ নিজ বাড়ি বনানীতে নেওয়া হয়। শেষবারের মতো আনিসুল হক নিজের বাসভবনে পৌঁছালে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।
টিআর/এএ