ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আনুশকা, মোদি ও ধোনিকে ‘ফিটনেস চ্যালেঞ্জ’ কোহালির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৪ মে ২০১৮

বিরাট কোহলি মানেই তাকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের উন্মাদনা। শুধু দেশে নয়, বিদেশেও। ভারতের ক্রিকেট অধিনায়কের জনপ্রিয়তা অন্য মাত্রা পেয়েছে বলিউডের নামী অভিনেত্রী অানুশকা শর্মার সঙ্গে তার বিয়ের পরে। ভক্তেরা ভালোবেসে দু’জনকে একসঙ্গে বলছে, ‘বিরুষ্কা’।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের ‘ফিটনেস চ্যালেঞ্জে’-এর জবাবে ভিডিও পোস্ট করে বিরাট কোহলি পাল্টা চ্যালেঞ্জ করলেন অানুশকা, নরেন্দ্র মোদী ও মহেন্দ্র সিংহ ধোনিকে।
এর আগে রাঠৌর তার ডন দেওয়ার একটি ভিডিও টুইট করেছিলেন। সেখানে তিনি অনুরোধ রেখেছিলেন সবার কাছে তাদের ফিটনেস মন্ত্রের ভিডিও তুলে পোস্ট করার। পাশাপাশি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কোহলি, বলিউড তারকা হৃতিক রোশন এবং সাইনা নেহওয়ালকে। কোহালি তারই জবাব দিলেন।
জনপ্রিয়তার অবিশ্বাস্য শৃঙ্গে দাঁড়িয়ে থাকা বিরাট সংবাদমাধ্যমে এবার প্রাণ খুলে কথা বললেন তার অভিনেত্রী স্ত্রীকে নিয়ে। এমনকী ভবিষ্যতে সন্তানের পিতা হওয়া প্রসঙ্গেও মুখ খুললেন এই প্রথম।

বিরাট বলেন, ‘বিয়ের পরে স্ত্রী’কে পাশে পেয়ে অনেক কিছু উপলব্ধি করেছি। তার সব চেয়ে বড় কারণ আমার স্ত্রী ভীষণ রকম আধ্যাত্মিক এক নারী। আজ আমি নিজেও অনেকটাই ওর পথের শরিক হয়ে পড়েছি।’

নিজের উপলব্ধির কথা শোনাতে গিয়ে তিনি আরও বলেন, ‘জানেন, অনেক কিছুই এখন আমার সামনে নতুন করে উন্মোচিত হচ্ছে। সেগুলো ঠিক কী, তা অন্যদের কাছে ব্যাখ্যা করা খুব কঠিন। পারবও না। কিন্তু এটা বুঝতে পারছি, এই রাস্তাতেই হাঁটাটা আমার নিয়তি ছিল। হতে পারে যত বার জন্ম গ্রহণ করব, তত বার আমি এ ভাবেই বাঁচব। একশো বার হলেও একই ভাবে কাজ করে যাব। আসলে ব্যাপারটা আমার কাছে আশীর্বাদের মতো।’

বিরাট পরিষ্কার জানাচ্ছেন, তার ব্যক্তিগত জীবনযাত্রায় কোনও ভাবেই মিশিয়ে ফেলবেন না নিজের পেশাকে। তার কথা, ‘যখন  আমাদের জীবনে সন্তান আসবে, তারা বড় হবে—তখন সেখানে আমার সাফল্য, আমার ট্রফি কিছুই থাকবে না। সবই তখন অপ্রসাঙ্গিক হয়ে যাবে।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি