ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তঃনগর রাইড শেয়ারিং চালু করলো উবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সর্ববৃহৎ অন ডিম্যান্ড রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার বাংলাদেশে আন্তঃনগর রাইড শেয়ারিং সেবা চালু করেছে। এরফলে রাজধানী ঢাকা থেকে গাজীপুর এবং সাভার ঘুরে আসা যাবে উবারের গাড়ির মাধ্যমে।

গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করে উবার। ঢাকা থেকে আন্তঃনগর এই সেবা নিতে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। আর ওয়েটিং চার্জ প্রতি মিনিটে ৩টাকা।

উবারের পক্ষ থেকে বলা হয়, ঢাকার আশেপাশে গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার জন্য যারা সহজ এবং আরামদায়ক উপায় খুঁজছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই এই আন্তঃনগর সেবা চালু করা হয়।

যেভাবে কাজ করে উবারইন্টারসিটি

ক) উবার অ্যাপ খুলে আপনার পছন্দমতো গন্তব্যস্থল (সাভার অথবা গাজীপুর) সেট করতে হবে।

খ) অ্যাপে ভেসে উঠবে উবার ইন্টারসিটি অপশন।

গ) বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে।

ঘ) অ্যাপ আপনাকে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী।

ঙ) ওয়ান ওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।

চ) রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি