আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে ফাইনালে ইবির মেয়েরা
প্রকাশিত : ১৭:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:১০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (২-১২) গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়ে দল।
রোববার সকাল ১১টয় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।
আজ বিকেলে দিনের অপর সেমিফাইনাল খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা লড়বে। আগামীকাল সোমবার সকাল ১১টায় এই দই দলের মধ্যে বিজয়ী দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ফাইনালে মুখোমুখি হবে।
জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (২-৭) গোলে হারিয়ে নিজেদের সূচনা করে ইবির মেয়েরা। লীগ পর্যায়ের খেলায় গ্রুপের একদল অংশগ্রহণ না করায় এক ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠে যায় স্বাগতিক ইবি।
এদিকে মেয়েদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হারুন উর রশিদ আসকারী। এছাড়াও আলাদা আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সেই সঙ্গে তারা ফাইনালেও মেয়েদের সাফল্য প্রত্যাশা করেন।
কেআই/
আরও পড়ুন