ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৩ জুন ২০১৮ | আপডেট: ১১:৪৮, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আজ শনিবার আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। প্রতি বছরের মতো এবারও দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সরকারি চাকরিজীবীদের বিশেষ পদক দিচ্ছে সরকার। ব্যক্তিগত, দলগত প্রতিষ্ঠানভিত্তিক- এই তিন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে।

জাতীয় পর্যায়ে ব্যক্তিগত অবদানের জন্য স্বর্ণপদক এবং এক লাখ টাকা, দলগত অবদানের জন্য স্বর্ণপদক ও নগদ পাঁচ লাখ টাকা এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু পদক ও সম্মাননাপত্র দেওয়া হবে।

এর মাধ্যমে পদকপ্রাপ্তরা নামের শেষে সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড (সিএসএ) টাইটেল লিখতে পারবেন।

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।

সরকারি যেসব প্রতিষ্ঠানে পুরস্কারের প্রথা আগে থেকে চালু আছে সেসব প্রতিষ্ঠান সিভিল সার্ভিস পদক পাবে না। জেলা পর্যায়ে সামাজিক ও বিজ্ঞানভিত্তিক ক্ষেত্রে তিনটি করে মোট ছয়টি পুরস্কার দেওয়া হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি