ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩৭, ৬ জুন ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠে ম্যাচের প্রথমে এগিয়ে যায় বেলজিয়াম। ২৫ মিনিটে লিড এনে দেওয়ার গোলটি করেন চেলসির ফরোয়ার্ড মিচি বাতশুয়াই। এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। এর চার মিনিট পরেই সমতায় ফিরে চেক প্রজাতন্ত্র। ২৯ মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন ফরোয়ার্ড মিশেল ক্রেমেঞ্চিক। প্রথমার্ধে আর গোল না হলে ১-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। দ্বিতীয়ার্ধে আবারো গোলের দেখা পায় বেলজিয়াম। আর এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যানইউর মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি