ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:০১, ২৩ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসের যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের স্ট্রাইকার ওয়েন রুনি।

ভেবেছিলেন ২০১৮ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। কিন্তু তেমনটা আর হলো না। বরং অনেক আগেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন ওয়েন রুনি। বুধবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার।

ঠিক তখনই তিনি অবসরের এ ঘোষণা দিলেন যখন তাঁকে দলে ফেরানোর কথা ভাবছিলেন ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথ গেট।

৩১ বছরের বয়সী ব্রিটিশ স্ট্রাইকার ১১৯টি ম্যাচে গোল করেছেন ৫৩টি। মঙ্গলবার ফোনেই অবসরের কথা সাউথগেটকে জানিয়ে দিয়েছিলেন রুনি। সাউথগেটই ফোন করেছিলেন রুনিকে। এভার্টনে তাঁর নতুন মৌসুমের জন্য শুভেচ্ছা জানাতে।

গত মৌসুমে হোসে মোরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডে খুব ভাল অবস্থায় ছিলেন না তিনি। অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছিল। কিছুটা কোনঠাসাই হয়ে পড়েছিলেন। যে কারণে এই মরসুমে দল বদলের সিদ্ধান্ত। আর শুরুটা ভালোই হয়েছে তাঁর। প্রিমিয়র লিগের দুটো ম্যাচেই গোল এসেছে তাঁর পা থেকে।

রুনি বলেন, ‘‘গ্যারেথের ফোন পেয়ে খুব ভাল লাগলো। ও আমাকে ইংল্যান্ড দলে ফিরতে বলেছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে গ্যারেথকে জানিয়ে দিই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’’

রুনির জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়। রুনি বলেন, ‘‘কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার পরিবার, এভার্টন ম্যানেজার (রোনাল্ড কোয়েম্যান) আর কাছের মানুষদের সঙ্গে কথা বলেছি। ইংল্যান্ডের জার্সিতে খেলাটা আমার জন্য সব সময়ই স্পেশাল। কিন্তু একটা সময় থামতেই হয়। এটাই আমার জন্য সেরা সময়।’’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াটাও যে তাঁর পক্ষে সহজ ছিল না তাও জানিয়েছেন ব্রিটিশ এই স্ট্রাইকার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি