ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএইচবিএফসি`র শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। 

দিবসের অন্যতম কর্মসূচি হিসেবে এদিন সকাল নয়টায় প্রতিষ্ঠানটির সদর দফতরে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড.মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নিজস্ব শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. সেলিম উদ্দিন এবং মো. আবদুল মান্নান আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে তথ্যপূর্ণ ও সারগর্ভ বক্তব্য রাখেন। 

এসময় ড. সেলিম একুশে ফেব্রুয়ারিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের মূল অনুপ্রেরণা, সাহস ও শক্তির আঁধার মর্মে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা সংগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলের অবিস্মরণীয় অবদানের জন্য জাতি কোনদিন তাঁদের ভুলবে না বলেও উল্লেখ করেন। 

মান্নান তাঁর বক্তব্যে মাতৃভাষার জন্য কোন জাতির এমন গৌরবজনক সগ্রাম এবং আত্মত্যাগের দৃষ্টান্তকে নজিরবিহীন উল্লেখ করে এর বহুমাত্রিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিএইচবিএফসি'র উপব্যবস্হাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী, দুই মহাব্যবস্হাপক এবং উপমহাব্যবস্হাপকবৃন্দসহ সর্বস্তরের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এছাড়াও, বিএইচবিএফসি কর্মকর্তা-কর্মচারীদের  বিভিন্ন সংগঠন এবং পুরানা পল্টনের ব্যবসায় প্রতিষ্ঠান শহিদ বেদিতে পুষ্প স্তবক  অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি সম্মান জানায়। সবশেষে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি