আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস আজ
প্রকাশিত : ০৯:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২০
আজ তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। এবাবের প্রতিপাদ্য ‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারি হাসপাতালে, সবখানে।’ দিবসটি উদযাপন উপলক্ষে আজ বেলা ১১টায় অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্প দংশন প্রতিরোধে করণীয় বাড়ির আশপাশের জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই ভালো করে মশারি টাঙাতে হবে। রাতে বা অন্ধকারে হাঁটার সময় অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে। সাপে কাটলে রোগী ক্ষতস্থানটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সাপে কাটলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
এমবি//