আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক
প্রকাশিত : ১৮:৫২, ৩০ মার্চ ২০১৯
ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের ‘সেরা ব্যাংক’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। হংকং-ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ম্যাগাজিন,এশিয়ামানি, ব্র্যাক ব্যাংককে ‘বেস্ট ডমেস্টিক ব্যাংক (সেরা স্থানীয় ব্যাংক)’ ও ‘বেস্ট ডিজিটাল ব্যাংক (সেরা ডিজিটাল ব্যাংক)’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।
ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক যা পুরস্কারের মোট আটটি ক্যাটেগরির দু’টিতে সেরা বিবেচিত হয়েছে।
ব্র্যাক ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ ইউরোমানির সম্পাদক ক্লাইভ হরউড কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।গত ২৫ মার্চ হংকংয়ের জে. ডব্লিউ. ম্যারিয়ট হোটেলে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারের উদ্ধৃতিতে এশিয়ামানি উল্লেখ করেছে যে, গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সেরা ও সবচেয়ে ইনোভেটিভ ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এর এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশনের মাধ্যমে ব্যাংকটি ইন্ডাস্ট্রির প্রতিযোগী ব্যাংকগুলো থেকে অনেক এগিয়ে আছে। এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের দক্ষতা ও বিস্তৃতি অতুলনীয়।
এ অনন্য অর্জন উপলক্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর.এফ. হোসেন বলেন,গত কয়েক বছরে আমাদের ব্যাংক অনেকগুলো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার পুরস্কার লাভ করেছে এবং দেশের ব্যাংকিং খাতে অনেক অতুলনীয় মাইলফলক অর্জন করেছে। আমাদের মত সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও উজ্জ্বীবিত কর্মদ্যোগের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “আমি মনে এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের ‘সেরা ব্যাংক’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে নেবে।”
কেআই/
আরও পড়ুন