ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১০ মে ২০২৪ | আপডেট: ২০:০৬, ১০ মে ২০২৪

দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সাথে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আকতার হোসেনসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা জানান, চলমান আন্দোলন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচার হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে আলোচনায় বসার জন্য আহ্বান জানান। আমরা বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করন ও ভবিষ্যতে স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নিম্নমানের মালামাল ক্রয় বন্ধের ব্যাপারে দাবি দাওয়া ও ন্যায্যতা তুলে ধরি। আমাদের উত্থাপিত যৌক্তিক দাবি দাওয়া‌ বিষয়ে পুঙ্খানু যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রনালয় দুই সপ্তাহ সময় চেয়েছেন। এরপর প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির সকলস্তরের কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিসহ আবারো আলোচনার বসা হবে। তার আগপর্যন্ত আমরা কর্ম বিরতি স্থগিত করে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল শনিবার থেকে সারাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেবাদান চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা আরো জানান, মন্ত্রণালয়ের দেয়া আশ্বাসে আমরা কর্ম বিরতি প্রত্যাহার করলেও আমাদের দাবি দাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা আবারও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, যেহেতু আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ডাকেনি সেহেতু আগামী কাল থেকে যদি কেউ কাজে না ফিরে তার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বহন করবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মোঃ এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, এজিএম আব্দুল হাকিম, মোঃ সাজেদুর রহমান, এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ারিং পরিদর্শক সালাম জাবেদ প্রমুখ।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি