ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে উপযুক্ত জবাব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:০২, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে বিএনপিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এর জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার রাজধানীতে মহানগর নাট্য মঞ্চে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নতুন যে জোট হয়েছে সেটা বিএনপির নতুন ষড়যন্ত্রের জন্য বিকল্প জোট। তবে যত ষড়যন্ত্রই হোক সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, বিএনপি ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি করছে। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করবো।

ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতা আবজাল হোসেন এমপির সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রাহমান, সাধারণ সম্পাদক এমএ হাসিদ খান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি