ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:২২, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি যদি আন্দোলনের নামে কোনও ধরণের সহিংসতা করে জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে। তবে শান্তিপূর্ণ আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।  

বুধবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনও সুযোগ নেই। আমরা আশা করছি আগামী নির্বাচন একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন,‘গত তিন সিটি নির্বাচনের কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করে এর অপরিহার্যতা বোঝানো হয়েছে। ইভিএম সবচেয়ে প্রযুক্তির লেটেস্ট উদ্ভাবন। পাশ্ববর্তী দেশ ভারতেও বেশ কয়েকটি নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। পৃথিবীর উন্নত দেশে ইভিএম ব্যবহৃত হচ্ছে। এখানেও তা হবে।’

বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন করে পরিচয় করানোর দরকার নেই। তিনি তার নেতৃত্ব, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেছেন। শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের বাঙালি যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন।’

২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে কত পরিবার নিঃস্ব করে দিয়েছেন বেগম জিয়া ও তারেক রহমান! আর আজ বিনেপির নেতারা গ্রেনেড হামলার বিচার চান! বিচার চাইলে জজ মিয়া নাটক সাজাতেন না। বিচার চাইলে তদন্ত করতেন। বিচার চাইলে হত্যার সব আলামত নষ্ট করে দিতেন না। আমরা কি ভুলে গেছি? রাজনীতিতে এরকম নিষ্ঠুর রসিকতা বিএনপির পক্ষেই সম্ভব! বাংলাদেশে এই দলটি যতদিন, ততদিন এই দেশে অশান্তি লেগে থাকবেই।’

কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন,‘নেত্রী আমাকে বলেছেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা ও ওয়ার্ড পর্যায়ের ক্ষুদ্র সমস্যার সমাধান করতে হবে। আর ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি