ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে চেয়ারপার্সনের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, বিচারের নামে প্রহসন করে সরকারে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। খালেদাকে নির্জন ও পরিত্যক্ত কারাগারে রেখে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ আনেন বিএনপি নেতারা।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলা হয়।

কয়েক দফা স্থান পরিবর্তনের পর শেষ পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। আন্দোলনের মাধ্যমে কারাবন্দি খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ জন্য সারা দেশের নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

দেশে গণতন্ত্র বাদ দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব।’

বক্তৃতায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জনগন থেকে বিছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের জনপ্রিয় নেত্রী। দেশের মানুষকে মামলা হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করে নিয়ে আসবে।

মির্জা ফখরুল বলেন, আজ সারা দেশে নেতাকর্মীদের মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। কিন্তু এ মামলা হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আজকের অবস্থান কর্মসূচি।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি