আপত্তিকর ছবি পাঠানোয় ফক্স নিউজের উপস্থাপক বহিষ্কৃত
প্রকাশিত : ১৫:৫৮, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৪৫, ৬ আগস্ট ২০১৭
তিন নারী সহকর্মীকে আপত্তিকর ছবি পাঠানোয় ফক্স নিউজের এক উপস্থাপককে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওই উপস্থাপকের নাম এরিক বোলিং। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফক্স নিউজ কর্তৃপক্ষ।
`দ্য স্পেশালিস্টস` নামের একটি সংবাদ অনুষ্ঠানে এরিক বোলিং উপস্থাপনার দায়িত্বে ছিলেন।
হাফিংটন পোস্ট প্রথম এরিক বোলিংকে নিয়ে ওই খবর প্রকাশ করে। এতে বলা হয় বোলিং ফক্স নিউজ ও ফক্স বিজনেসের অন্তত তিন নারী সহকর্মীকে আপত্তিকর ছবি পাঠিয়েছেন। বোলিংয়ের আইনজীবী মাইকেল জে বোয়ি অবশ্য তার মক্কেলকে নিরপরাধ বলে দাবি করেছেন।
সূত্র : এবিসি
আরও পড়ুন