ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আপত্তিকর ছোঁয়ায় এবার আপত্তি জানাবে রোবটও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আর যৌন দাসত্ব মেনে নেবে না সামান্থা। যদিও কামনা মেটানোই তার অন্যতম কাজ। তবুও এবার থেকে আর কোনও বিকৃত কামনা বরদাস্ত করবে না সামান্থা। সঙ্গীর কামোত্তেজনা মাত্রা ছাড়ালেই এবার বাধা দেবে সে। সামান্থাকে চিনতে পারছেন তো? বিশ্বের প্রথম ‘সেক্স রোবট’ সামান্থা।

সামান্থার নির্মাতা স্পেনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর সার্গি সান্টোস জানান, সামান্থার মধ্যে একটা বিশেষ আপডেট আনার চেষ্টা চলছে। এতে বিশেষ কিছু সময়ে বন্ধ হয়ে যাবে রোবট। তার মতে, কেউ যদি বিকৃত কাম হয়ে ওঠেন বা অতিরিক্ত উত্তেজিত হয়ে যান, তাহলে বন্ধ হয়ে যাবে রোবটটি।

এবার থেকে কার্যত ‘না’ বলতে শিখবে সামান্থা। তিনি জানান, সামান্থার মতো আরও ৩ লক্ষ রোবট বানানোর পরিকল্পনা রয়েছে।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি