আপন- প্রিতমের ‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’
প্রকাশিত : ১২:২৪, ৪ নভেম্বর ২০১৭
বিপিএল নিয়ে মানুষের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। ক্রিকেট উম্মাদনায় নিজ নিজ দলের জার্সি প্ল্যাকার্ড সংগ্রহে এখন সবাই ব্যস্ত। কেউ কেউ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।
কেউ তৈরি করছেন গান, কেউ বা মিউজিক ভিডিও। তারই ধারাবাহিকতায় ঢাকা ডায়নামাইটস এর জন্য এবার গান নিয়ে এসেছেন শিশু শিল্পী আপন ও প্রিতম।‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’ শিরোনামের এই গান নিয়ে ইতিমধ্যে তৈরি করেছেন একটি মিউজিক ভিডিও।
এ সম্পর্কে আপন বলেন, এর আগেও আমি মাশরাফিকে নিয়ে গান করেছি। এবার আমার প্রিয় দল ঢাকা ডায়নামাইটসকে নিয়ে থিম সং করেছি। আশা করি সবার ভাল লাগবে।’
এফ এ প্রিতমের কথা ও সুরে ‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আপন ও এফ এ প্রিতম।
গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। কণ্ঠশিল্পী আপনসহ আরও অনেকে এই ভিডিওতে অংশ নেন। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি ইউটিউবে রিলিজ করা হয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে...
https://www.youtube.com/watch?v=tSKSQakGEmE