ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে স্বর্ণ ও হীরা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ১৫ মে ২০১৭

রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা জব্দের পর এবার প্রতিষ্ঠানটির সব মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে স্বর্ণ ও হীরা জব্দ করা হয়। এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুত রাখা ছিল। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের সব মালিককে তলব করা হয়েছে। আগামী ১৭ই মে সকাল ১১টায় শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে তাদের হাজির হতে বলা হয়েছে। এদিকে ভ্যাট ও শুল্ক ফাঁকি এবং মুদ্রা পাচারের অভিযোগে বনানীর হোটেল রেইনট্রি’র বিরুদ্ধে ৩টি মামলা করবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি