ফরাসি ফার্স্ট লেডিকে ট্রাম্প
আপনার ফিগার খুবই সুন্দর
প্রকাশিত : ১০:৩৬, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:০৮, ১৪ জুলাই ২০১৭
প্যারিস সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি ফাস্র্ট লেডির প্রশংসা করেন; ছবি : বিবিসি
ফ্রান্স সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁর শারীরিক গঠনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আপনার ফিগার বেশ সুন্দর। এ সময় তাঁদের পাশেই ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খবর বিবিসির।
প্যারিসে একসঙ্গে গল্প করছিলেন চারজন। হঠাৎ ব্রিজিট মাখোঁর দিকে তাকিয়ে বলেন, ‘আপনি কি জানেন আপনার শারীরিক গঠন খুবই সুন্দর’(ইউ নো, ইউ আর ইন সাচ গ্রেট শেইপ)। ব্রিজিট এর কোনো উত্তর দেননি। ট্রাম্প এবার এমানুয়েল মাখোঁর দিকে তাকিয়ে বলেন, ‘তাঁর (ব্রিজিট) শারীরিক গঠন সেইরকম সুন্দর।’ এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, ‘বিউটিফুল।’ ভিডিওটি ফ্রান্স সরকারের ফেসবুকে পেজে ভিডিওটি আপ করা হয়েছে।
ভিডিওতে এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হাসতে দেখা যায়। তবে তাঁকে কিছুটা বিব্রতও মনে হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প, এমানুয়েল মাখোঁ এবং মেলানিয়া ট্রাম্প ও ব্রিজিট মাখোঁকে আলাদা আলাদা যেতে দেখা যায়। ট্রাম্পের প্রশংসায় ফরাসি ফার্স্ট লেডি কিছুটা কিছুটা বিব্রত হন বলে ভিডিওতে দেখা গেছে। তবে ট্রাম্প নিয়ে আলাদা হয়ে পরিস্থিতি সামাল দেন ফরাসি প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, বাস্তিল ডে উদযাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।
আরও পড়ুন