আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে!
প্রকাশিত : ১৯:০২, ৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২১, ৫ ডিসেম্বর ২০১৭
ভুয়া লাইক-মন্তব্য, সন্দেহজনক কার্যক্রমসহ নিরাপত্তার কারণের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ। এ ধরনের একাউন্ট রোধে সিকিউরিটি টেস্ট শুরু করে দিয়েছে ফেসবুক।
ফেকবুক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক কিছু দেখতে পেলে সংস্থার নিরাপত্তা বিভাগ ইউজারদের পরিচয়ের প্রমাণ চাইছে। এক্ষেত্রে ইউজারকে তার নিজের মুখের একটি পরিষ্কার ছবি সাইটে আপলোড করতে হয়। এরপর ইউজার ফোটো আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে করা হয় এ পরীক্ষা।
এই পদ্ধতিতে ফেসবুক ওই ইউজার প্রোফাইল অথেন্টিক কিনা তা জেনে নেবে। ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে।
জেনুইন অ্যাকাউন্ট হোল্ডারদের চিহ্নিত করতে এই ফোটো টেস্ট অথেন্টিকেশনসহ আরও বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক।
অবৈধ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রুপকে শনাক্ত করতে এবং তাদের মাধ্যমে প্রচারিত ভুয়া লাইক সরিয়ে ফেলতেই এমন পদক্ষেপ নিচ্ছে বলে ফেসবুকের দাবি।
একে//
আরও পড়ুন