আফগান বধে মাঠে নামছে টাইগাররা, টার্গেট ৩৩২
প্রকাশিত : ১৬:০২, ৮ জুলাই ২০২৩ | আপডেট: ১৮:৩৯, ৮ জুলাই ২০২৩
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে বড়সড় টার্গে ট দিয়েছে আফগানিস্তান। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমে ফিল্ডিং এ খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। তবে আশা ছাড়েনি তারা, ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামছে টািইগাররা।
চট্টগ্রামের জহুর আহম্মেমদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তামিমের বদলে খেলতে নামেন নাইম শেখ আর তাসকিনের বদলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।
প্রথম ম্যাচ হারলেও এবার আর সেই ভুল করতে চায়না টাইগাররা। তবে খেলার শুরু থেকেই মাঠের পরিস্থিতি ছিলো ভিন্ন। একেবারেই বাগে আনা যায়নি আফগানদের।
শুরু থেকেই তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাত্তাই পাননি মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেনরা। সজোরে পেসারদের ওপর ব্যাট চালাচ্ছেন আফগানদের দুই ওপেনার ইব্রাহীম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।
শেষ পর্যন্ত দেরিতে হলেও তাদের জুটিতে আঘাত হানেন সাকিব। ইনিংসের ৩৭তম ওভারে। ২৫৬ রানের জুটিটি সাকিব ভাঙেন সেঞ্চুরিয়ান গুরবাজকে এলবিডব্লিউ করে।
শেষ পর্যন্ত ৩৩১ রান করে প্রথম ইনিংস শেষ করে আফগানরা।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও সালেম সাফি।
এএইচ